বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। করোনার প্রাদুর্ভাবে যদিও এ-বছর ৫.২% প্রবৃদ্ধি অর্জন হয়েছে। কিন্তু গত অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮.১৫%১, বিগত অর্ধদশক ধরে প্রবৃদ্ধির হার ছিল ৭% এরও উপরে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষায় অর্থনীতিকে যে ১৫টি খাতে বিভক্ত করা হয়েছে, তার সবগুলোর অবস্থানই ভালো। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, অথচ সাধারণ মানুষের জীবন মান বাড়ছে না। সমাজে বৈষম্য […]

শামস আরেফিন
কবি ও উন্নয়ন অর্থনীতি বিশ্লেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর ‘বহুজাতিক মন ভালোবাসে মানিব্যাগ’ ও ‘নবজাতক স্বপ্নরা’ নামে দুটি কবিতার বই রয়েছে। দেশের প্রথমসারির জাতীয় দৈনিকগুলোতে তিনি নিয়মিত কলাম লেখেন। এ-বছর সমকালীন রাজনৈতিক অর্থনীতি বিষয়ে তাঁর প্রবন্ধের সংকলন প্রকাশিত হয়েছে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এবং সমকালীন রাজনৈতিক অর্থনীতি’ শিরোনামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের গবেষণাপত্রসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণাপত্রে তার গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি উপসচিব ও গবেষণা সহযোগী হিসেবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কর্মরত আছেন।