কুরআনের তফসির আসলে কী? তা হলো, অহির মাধ্যমে প্রকাশিত গুপ্ত জ্ঞান বিশদভাবে অনুসন্ধান করা। কুরআন মানুষের জন্যে আল্লাহর দেওয়া পথের দিশা, যে-দিশা গভীর অর্থপূর্ণ। এই চিন্তার দিক থেকে দেখা যাচ্ছে, তফসির হলো, সুফিবাদের ফার্মেসি—যেখানে দরকারি ওষুধ পাওয়া যায়। সুফিবাদের লক্ষ্য হলো, মানুষের মনোদেশ বিশুদ্ধ করা এবং পূর্ণতা দেওয়া। কুরআনের তফসির এ লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র […]

ওসমান নুরি তপবাশ
তিনি ১৯৪২ সালে তুরস্কের ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করেন। তুরস্কের বিখ্যাত কবি ও চিন্তাবিদ নেজিপ ফাজিলের সান্নিধ্য লাভ করেন এবং নিজেকে নেজিপ ফাজিলের চিন্তাধারা দ্বারা সমৃদ্ধ করেন। অনার্স শেষ করে তিনি ব্যবসা শুরু করেন, কিন্তু নিজেকে সংযুক্ত রাখেন তুরস্কের নলেজ সোসাইটির (ইলম ইয়ায়মা) সাথে। তিনি তাঁর ব্যবসার লাভ দিয়ে ‘আজিজ মাহমুদ হুদায়ি ভাকফি’ নামে একটি দাতব্য সংস্থা শুরু করেন। এটি বর্তমানে তুরস্কের সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর অন্যতম। আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশের শিক্ষার্থীদের তুরস্কে স্কলারশিপ দেওয়া ও পড়াশোনা করানো হয় এই সংস্থার মাধ্যমে। ব্যক্তিজীবনে তিনি সুফি চিন্তাধারায় প্রভাবিত। ১৯৯০ সাল থেকে ইতিহাস, সাহিত্য, সুফি তত্ত্ব এবং কবিতা নিয়ে তিনি লেখালেখি শুরু করেন, এবং এ পর্যন্ত শতাধিক বই লিখেছেন। বাংলা ভাষাসহ পৃথিবীর প্রায় সকল উল্লেখযোগ্য ভাষায় তাঁর বইয়ের অনুবাদ হয়েছে।