আজকের সময়ের মানুষেরা যেই সকল বিষয়ে বিস্ময়বোধ করেন, বিশেষত, যারা বুদ্ধিবৃত্তি, দর্শন, সমাজবিজ্ঞান ও বিভিন্ন ধর্মের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করেন, তারা দেখতে পান সবাই দাবি করছে যে, তারা সত্যের সন্ধান পেয়েছে। পৃথিবীটা এমন সব মানুষে ভরা, যাদের সবার দাবি—তার ভাবনাটাই সঠিক। এবং এর ভিত্তিতে গড়ে ওঠা মতবিরাধ ও বিতর্কে আসলে কোনও পক্ষের ক্ষেত্রেই অপরাপর পক্ষের […]

মুহাম্মদ আহমাদ সামি
মিশরের একজন তরুণ চিন্তাবিদ ও মুতাকাল্লিম। তিনি কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর; এবং আরব আমিরাতের প্রযোজনায় প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থা তাবা ইসলামিক রিসার্চ সেন্টারের দায়িত্বশীল। তিনি মিশরের তরুণদের নিয়ে বেশ কিছু কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠান তাবা ফাউন্ডেশন (Tabah Foundation) তরুণদের মধ্যে কীভাবে দ্বীনি বক্তব্য ও চিন্তাকে আরো নিকটতর করা যায় তার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। একাডেমিক পড়াশোনা বাদেও ব্যক্তিগভাবে তিনি শায়খ আলী জুমা, শায়খ হাবিব আল জিফরি এবং আজহারের খ্যাতিমান মুতাকাল্লিম শায়খদের ছাত্র।