ইসলামি ফিকহ একটি বিস্তৃত শাস্ত্র। প্রধানত কুরআন, হাদিসের ওপর নির্ভর করে গড়ে ওঠা এই শাস্ত্রে আরও দুটি উৎস থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়—এক. ‘ইজমা’ বা সাহাবি কিংবা তাবেয়িদের সম্মিলিত সিদ্ধান্ত; দুই. ‘কিয়াস’ বা তুলনা। কাছাকাছি আরেকটি বিষয় হচ্ছে ‘ইলমুল হাদিস’। ইসলামি জ্ঞানচর্চার বহুল-চর্চিত এই দুটি শাখাসহ অন্যান্য শাস্ত্রের একটি স্বাভাবিক ঘটনা হচ্ছে ইখতিলাফ বা মতবিরোধ। […]

মোখতার আহমাদ
অধ্যাপক ও পরিচালক, সেন্টার ফর রিলেজিয়াস স্টাডিজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তিনি একজন শিক্ষাবিদ এবং টেলিভিশনে ইসলাম বিষয়ক আলোচক ও উপস্থাপক। জন্মগ্রহণ করেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ইসলামিক থিওলজি ও রিলেজিয়াস সায়েন্স’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০০১ সালে তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাসের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ইসলামি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরেও দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।