ইসলামি ফিকহ একটি বিস্তৃত শাস্ত্র। প্রধানত কুরআন, হাদিসের ওপর নির্ভর করে গড়ে ওঠা এই শাস্ত্রে আরও দুটি উৎস থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়—এক. ‘ইজমা’ বা সাহাবি কিংবা তাবেয়িদের সম্মিলিত সিদ্ধান্ত; দুই. ‘কিয়াস’ বা তুলনা। কাছাকাছি আরেকটি বিষয় হচ্ছে ‘ইলমুল হাদিস’। ইসলামি জ্ঞানচর্চার বহুল-চর্চিত এই দুটি শাখাসহ অন্যান্য শাস্ত্রের একটি স্বাভাবিক ঘটনা হচ্ছে ইখতিলাফ বা মতবিরোধ। […]