আজকের আলোচনার বিষয় দক্ষিণ এশিয়া বিশেষত ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি দ্বারাই চিত্রিত হয়েছে। সহিংসতা, চরমপন্থা, গৃহযুদ্ধ এবং বিচ্ছিন্নতাবাদ—এই অঞ্চলের জন্য নতুন কিছু নয়। তবুও সাম্প্রতিক সময়ে মনে হচ্ছে এই অঞ্চলটি অসহিষ্ণুতার এক নতুন যুগে প্রবেশ করেছে। নিজের চেয়ে ভিন্ন কোনো ব্যক্তির বিশ্বাস, মতামত, আচরণ এবং অভ্যাসকে মেনে নেবার অনাগ্রহ ক্রমেই বেড়ে চলেছে। এই […]

আলী রীয়াজ
রাষ্ট্রবিজ্ঞানী, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের ডিস্টিংগুয়িশড অধ্যাপক। শিক্ষকতা করেছেন যুক্তরাষ্ট্রের ক্ল্যাফলিন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিঙ্কন ও বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিক হিসেবে কাজ করেছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে, এরপর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই থেকে গণযোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং পিএইচডি সম্পন্ন করেছেন। ইংরেজি ও বাংলা ভাষায় তার অসংখ্য প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য— রিলিজিওন অ্যান্ড পলিটিকস ইন সাউথ এশিয়া (রুটলেজ, ২০১০); ফেইথফুল এডুকেশন: মাদ্রাসা ইন সাউথ এশিয়া (রাটগার্স ইউনিভার্সিটি প্রেস, ২০০৮); ইসলামিস্ট মিলিট্যান্সি ইন বাংলাদেশ: এ কমপ্লেক্স ওয়েব (রুটলেজ, ২০০৮) এবং গড উইলিং: দি পলিটিক্স অব ইসলামিজম ইন বাংলাদেশ (২০০৪)।